মঠবাড়িয়ায় সাড়ে ১৩ হাজার মানুষ পাচ্ছে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৩ হাজার ৫‘শ ৫৯ জন পাবেন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। এর মধ্যে ১১ টি ইউনিয়নে ১১ হাজার ৪‘শ ৭২ জন ও পৌরসভায় ২ হাজার ৮২ জন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ও নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রোববার থেকে পৌর শহরের টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। আজ মঙ্গলবার থেকে ইউনিয়ন পর্যায় আনুষ্ঠানিকভাবে টিসিবি পন্য বিক্রি শুরু হবে। একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।